চুয়াডাঙ্গা : সদর উপজেলায় বিয়ে বাড়িতে মাংস বেশি খাওয়াকে কেন্দ্র করে সং;ঘ;র্ষের জে;রে নববধূ;কে তালা;ক দেওয়ার ২৪ ঘণ্টার মাথায় আবারও বিয়ে করেছেন বর।
সোমবার (২৫ অক্টোবর) রাতে ঝিনাইদহ সদর উপজেলার সোনারদাড়ি গ্রামে ওই বিয়ে হয়। এর আগে সোমবার সকালে বরের বাড়ি চলে যায় কনে।
এ বিষয়ে বর সবুজ আলী বলেন, বিয়ের দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বা;গবিত;ণ্ডায় জ;ড়িয়ে পড়ে উভয়পক্ষ। এক পর্যায়ে কনে পক্ষের লোকজন আমার পক্ষের কয়েকজনকে মা;রধ;র করে আহ;ত করে। পরে ওই দিন রাতে বিষয়টি সমাধান না হওয়ায় বিয়ে বি;চ্ছেদ হয়। রাতেই কনে আমার সঙ্গে কথা বলে। আমরা আমাদের ভুল বুঝতে পারি।
তিনি আরও বলেন, সোমবার সকালে কনে আমার বাড়ি চলে আসে। রাতে আমরা আবারও বিয়ে করি। আমার স্ত্রী সুর্মি আক্তার সুমি বর্তমানে আমাদের বাড়িতেই আছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমী গ্রামে রোববার (২৪ অক্টোবর) বিকেলে বিয়ে বাড়িতে মাংস বেশি খাওয়াকে কেন্দ্র করে বরপক্ষের তিনজনকে পি;টি;য়ে আহ;ত করে কনেপক্ষের লোকজন। পরে সন্ধ্যায় আহ;ত তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতে বিয়ে বি;চ্ছেদ হয় ওই দম্পতির। তবে তা জানা;জানি হয় সোমবার।