বিয়েতে গরুর মাংস কম দেওয়া নিয়ে মারামারি, আহত ৮

চট্টগ্রামের সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৮ জন আহত হয়েছেন। আজ শনিবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খাবার টেবিলে ‍বরপক্ষের একজন তৃতীয়বার গরুর মাংস চেয়ে না পেয়ে উত্তেজিত হয়ে যান। এর পর কথা কাটাকাটি থেকে উভয়পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়েন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বিয়েতে মাংস কম দেওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তারাই সামাজিকভাবে ঘটনাটি মীমাংসার দিকে নিয়ে যাচ্ছেন। আমাদের কাছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ দেয়নি।

জানা যায়, বর মো. শাহজাহান সাতকানিয়া উপজেলার ছাদাহা ইউনিয়নের বাসিন্দা। কনের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর হলেও বেশকিছু দিন ধরে চন্দনাইশ উপজেলায় স্থানীয়ভাবে বসবাস করেন। বিয়েতে বরপক্ষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খাবার সরবরাহ করতে পারেনি কনেপক্ষ। বিষয়টি নিয়ে কনেপক্ষ আর বরপক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি জানান, মারামারির ঘটনায় অন্তত ৮জন আহত হয়েছেন।

তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মারামারির পর বরপক্ষ কনে না নিয়ে কমিউনিটি সেন্টার ত্যাগ করেন। ছাদাহা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাদ হোসেন চৌধুরী বলেন, বিয়ে উপলক্ষে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই একপর্যায়ে কথা কাটাকাটির জের ধরে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে মারামারি হয়েছে। আমরা কথা বলে ঘটনা সমাধান করে দিয়েছি। বরপক্ষ গিয়ে কনেকে নিয়ে আসবে।

About reviewbd

Check Also

বাংলাদেশের ইলিশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কলকাতাবাসী

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুক্রবার থেকে কলকাতার বাজারে আসতে শুরু করেছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশের ইলিশ। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *