মানিকগঞ্জের শিবালয়ে এক নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে হুমায়ুন (৩৯) নামের এক বাসচালককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
এর আগে স্থানীয় জনতা গণধোলাইয় দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। হুমায়ন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বড় কুষ্টিয়া গ্রামে আব্দুস সাত্তারের ছেলে ও সাকুরা পরিবহনের চালক।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির কালের কণ্ঠকে বলেন, সাকুরা পরিবহনে ঢাকা থেকে যাত্রীরা পাটুরিয়া ঘাটে আসছিল। ঘাটে আসার পর সব যাত্রী বাস থেকে নেমে যায়। এসময় একজন নারী যাত্রী নামতে দেরি হলে ওই বাসের চালক তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। নারীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে চালক হুমায়ুনকে গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।