তামিমকে টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার প্রস্তাব!

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের ভরাডুবির পরে দলে বেশ কিছু পরিবর্তন আসছে সেটা অনুমেয় ছিল। বাংলাদেশের পরবর্তী সিরিজ পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজের আগেই বেশকিছু পরিবর্তনের আভাস পাওয়া গেছে। তবে এর মধ্যে সবচেয়ে বড় খবর হল, টি-টোয়েন্টি অধিনায়ক পরিবর্তনের চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে টি-টোয়েন্টি অধিনায়কত্বের প্রস্তাব দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

একাধিক বোর্ড সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে তামিমের কাছে প্রস্তাব গেছে। এক পরিচালক সরাসরি বলেছেন, ‘সীমিত পরিসরের ক্রিকেটের দায়িত্ব একজনের কাঁধে থাকা ভালো। সে নিজের মতো করে দুই ফরম্যাটের জন্য দল তৈরি করতে পারবে।’

তামিম বর্তমানে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। সবকিছু ঠিকঠাক থাকলে তার নেতৃত্বে ২০২৩ বিশ্বকাপও খেলতে পারে বাংলাদেশ। দীর্ঘ মেয়াদে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পাশাপাশি তাকে টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে আসন্ন পাকিস্তান সিরিজে মাহমুদউল্লাহই অধিনায়ক থাকবেন।

বোর্ডের ইচ্ছা নতুন বছরে নতুন অধিনায়ক দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট শুরু করা। বোর্ডের আনুষ্ঠানিক প্রস্তাবের পর তামিম নিজের সিদ্ধান্ত জানাননি। তবে সীমিত পরিসরে একটি ফরম্যাটে যেহেতু অধিনায়কত্ব করছেন আরেকটি দায়িত্ব পালনে সমস্যা থাকার কথা নয়।

বাংলাদেশের হয়ে তামিম সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর বাংলাদেশ ২৫টি টি-টোয়েন্টি খেললেও নানা কারণে তামিম ছিলেন না। অনুশীলনের ঘাটতি এবং অনান্য পারিপার্শ্বিকতা মিলিয়ে এবার বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন বাঁহাতি ওপেনার।

তবে ভেতরের খবর ভিন্ন। বিশ্বকাপে কোচ রাসেল ডমিঙ্গো তামিমকে চাননি। মাহমুদউল্লাহও ছিলেন নীরব। লিটন ও নাঈমের ওপর আস্থা রেখেছিলেন তারা। কোচ ও অধিনায়কের নেতিবাচক মনোভাব জানার পর তামিম নিজেকে গুটিয়ে নেন।

About reviewbd

Check Also

আমার হৃদয়ের একটি টুকরো বাংলাদেশে রেখে যাচ্ছি: মার্টিনেজ

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের পাগলামির খবর বিশ্বকাপের পরপরই শুনেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেদেশের গণমাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *