বাবা-মায়ের ঝুলন্ত মরদেহের পাশে বসিয়ে শিশুকে জিজ্ঞাসাবাদ!

নিজ ঘরে একই ওড়নায় ঝুলছিল বাবা-মায়ের মরদেহ। তার পাশে বসেই কাঁদছিল ২ সন্তান। এসময় ঝুলন্ত মরদেহের পাশে বসিয়েই শিশু সন্তানদের জিজ্ঞাসা করছিল পুলিশ। এমন ঘটনা ঘটে হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামের পুকুরভাঙ্গা গ্রামে। ২ সন্তানকে জিজ্ঞাসা করেন- চুনারুঘাট সার্কেল এএসপি মহসিন মুরাদ।

শুক্রবার সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- চুনারুঘাট সদর ইউনিয়নের নরপতি গ্রামের আবুল হোসেনের ছেলে রিকশাচালক আব্দুর রউফ (৩০) ও তার স্ত্রী আলেয়া আক্তার (২৫)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর পূর্বে আব্দুর রউফ ও আলেয়ার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে রায়হান (১০), ফরহাদ (৪) নামে ২ ছেলেসন্তান রয়েছে। তারা ফসলি জমির মাঝখানে নতুন বাড়ি করে বসবাস করে আসছিল।

রায়হান জানায়, তার বা রিকশাচালক ও তার মা সৌদি আরব প্রবাসী। মাসখানেক পূর্বে তিনি দেশে আসেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটায় তার বাবা ও মা খাওয়া-দাওয়া করে একরুমে ঘুমিয়ে পড়েন।

রায়হান আরও জানান, আর সে একই ঘরের পাশের রুমে ঘুমে ছিল। সকালে উঠে দেখতে পায় তার মা-বাবা ঘরের ধণ্নার সঙ্গে ওড়না পেছানো গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। পরে পুলিশ এসে জিঞ্জাসা করে বাবা-মায়ের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ গণমাধ্যমকে জানান, শিশুদের বাবা-মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

About reviewbd

Check Also

চাচির গো”স”লের ভিডিও করে চাচার কাছে টাকা দাবি!

টাঙ্গাইলের বাসাইলে চাচির গোসলের দৃশ্য ভিডিও করে সেটি ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি করার অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *