টাকার জন্য আরিয়ানকে অপহরণ করতে চেয়েছিলেন সমীর!

বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে গত ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলের একটি প্রমোদতরী থেকে আটক করে আলোচনায় ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক এনসিবির মুম্বাই জোনাল ডিরেক্টরের বিরুদ্ধে অভিযোগ করেই যাচ্ছেন।

এবার এই অফিসারের বিরুদ্ধে ‘অপহরণের চেষ্টা’র অভিযোগ আনলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস। শুরু থেকেই নবাব মালিকের দাবি, ক্রুজে এনসিবির অভিযান পুরোটাই ছিল সমীরের ‘সাজানো নাটক’। মূলত আরিয়ানকে অপহরণ করে শাহরুখ খানের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করতে চেয়েছিলেন সমীর।

ভারতের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মালিক জানান, আরিয়ানকে কিডন্যাপ করে মাদক মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করেছেন সমীর, কিন্তু তার সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। মালিকের অভিযোগ, ড্রাগ মামলার নামে মূলত আরিয়ানকে কিডন্যাপ করতে চেয়েছিল সমীর ওয়াংখেড়ে, যাতে শাহরুখ খানের কাছ থেকে মোটা টাকা আদায় করা যায়। এই এনসিপি নেতা তথা মন্ত্রীর হুমকি, শিগগিরই সমীরের আলমালিতে রাখা কঙ্কাল বেরিয়ে পড়বে। এদিকে, চাঁদাবাজির অভিযোগ নিয়ে সমীরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে দিয়েছে এনসিবি। একই সঙ্গে আরিয়ান খানের মাদক মামলা তদন্ত থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাকে।

About reviewbd

Check Also

চাচির গো”স”লের ভিডিও করে চাচার কাছে টাকা দাবি!

টাঙ্গাইলের বাসাইলে চাচির গোসলের দৃশ্য ভিডিও করে সেটি ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি করার অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *