চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন স্কুলশিক্ষক জ্যোতি

চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক মারা গেছেন। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান ফাতেমা তুজ জোহরা জ্যোতি নামে এই শিক্ষক। গুরুতর আহত হয়ে চার দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

শাহরাস্তি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, গত ২৫ নভেম্বর বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন জ্যোতি। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুর্ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। শাহরাস্তি পৌরসভার নাওড়া সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক ছিলেন জ্যাতি।

পাঁচ বছর আগে চাকরিতে যোগ দেন জ্যোতি। শিক্ষার্থী এবং সহকর্মীদের কাছে বেশ প্রাণবন্ত এবং হাসিখুশি ছিলেন শিক্ষক ফাতেমা তুজ জোহরা জ্যোতি। তার অকালমৃত্যুতে কর্মস্থল ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে ফাতেমা তুজ জোহরা জ্যোতি স্বামী, এক শিশুসন্তান এবং পরিবারের অন্য সদস্যদের রেখে গেছেন। সোমবার সকালে জানাজার নামাজ শেষে চাঁদপুরে পারিবারিক গোরস্তানে দাফন করা হয় তাকে।

About reviewbd

Check Also

বাংলাদেশের ইলিশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কলকাতাবাসী

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুক্রবার থেকে কলকাতার বাজারে আসতে শুরু করেছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশের ইলিশ। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *