দক্ষিন আফ্রিকা থেকে আসা ১৫০ জন নিখোঁজ: স্বাস্থ্যমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় পদক্ষেপ নিচ্ছে বিশ্বের সকল দেশ। ইতিমধ্যেই দক্ষিন আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বহু দেশ। এ অবস্থায় গত এক মাসে দক্ষিন আফ্রিকা থেকে দেশে আসা ১৫০ জনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান

মন্ত্রী বলেন, গত এক মাসে ১৫০ জন দক্ষিণ আফ্রিকা থেকে দেশে এসেছে। তারা তাদের ঠিকানা ও মোবাইল নম্বর গোপন করেছে। এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের ফোনও বন্ধ। এরকম যেন কেউ না করে। জনপ্রতিনিধিদের এ বিষয়ে নজর রাখার নির্দেশ দেন তিনি। এসময় তিনি বলেন, বিদেশ থেকে বিশেষ করে আফ্রিকা মহাদেশ থেকে যারা আসতে চায় তাদের নিরুৎসাহিত করা হচ্ছে। দেশে আসলেও তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে। এছাড়াও, যে দেশে সংক্রমণ বৃদ্ধি পাবে সেই দেশের নাগরিকদের দেশে আসলেও কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এছাড়াও সীমান্ত দিয়ে প্রবেশ সম্পর্কে জাহিদ মালেক বলেন, সীমান্তে নজরদারি বৃদ্ধি করতে হবে। সেখানেও দেশে প্রবেশকারীদের কোয়ারেন্টাইন করা হবে। পার্শ্ববর্তী দেশ থেকে যেন কম প্রবেশ করা হয় এ নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে অনুষ্ঠান কমিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে। ​ পূর্বে হোটেলে কোয়ারেন্টাইন করার ক্ষেত্রে যে শিথিলতা দেখা গেছে এবার সেসব করা চলবে না বলে সাবধান করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এবার আরও কঠোর হতে হবে বলে জানান তিনি।

About reviewbd

Check Also

কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ আর নেই

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *