রমনা পার্কের সামনে নারীকে টেনে-হিঁচড়ে নিল মোটরসাইকেল

রাজধানীর রমনাপার্কের সামনে মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলটি তৃঞ্চা নামের ওই নারীকে টেনে-হিঁচড়ে নিয়ে যায় কয়েক মিটার সামনে। পরে চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত ওই নারীর নাম তৃষ্ণা সাহা (৫০)। তিনি সপরিবারে বিজয় নগর এলাকায় থাকতেন। তার স্বামী উত্তম সাহা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী কল্পনা বেগম বলেন, ‘প্রতিদিন বিকেলে আমরা রমনা পার্কে হাঁটাহাটি করি।

বৃহস্পতিবার বিকেলে হাঁটাহাটি শেষে পার্কের এক নম্বর গেট দিয়ে বের হই। আমরা রাস্তা পার হচ্ছিলাম। আমি ছিলাম সামনে। হঠাৎ বিকট শব্দে পেছনে তাকিয়ে দেখি একটি মোটরসাইকেল তৃষ্ণাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী স্কুলশিক্ষার্থী প্রাচ্য প্রিয় দিব জানায়, দ্রুতবেগে ছুঁটে আসা একটি মোটরসাইকেল ওই নারীকে ধাক্কা দেয়। এ সময় ওই নারীর কাপড় মোটরসাইকেলে আটকে গেলে টেনে-হিঁচড়ে ১০-১২ হাত নিয়ে যায়।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন ভূঁইয়া জানান, মোটরসাইকেলটি জব্দ ও চালক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

About reviewbd

Check Also

চাচির গো”স”লের ভিডিও করে চাচার কাছে টাকা দাবি!

টাঙ্গাইলের বাসাইলে চাচির গোসলের দৃশ্য ভিডিও করে সেটি ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি করার অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *