গাড়ির টায়ার কালো হয় কেন জানেন?

চাকা ছাড়া কি গাড়ি চলে? চলে না। তবে কখনো কি ভেবেছেন? গাড়ির টায়ার সবসময় কালো রঙের কেন হয়? অন্য রঙের কেন হয় না?

ইতিহাস বলছে, টায়ারের রং আগে সাদা ছিল। হঠাৎ রং পরিবর্তন হয়েছে। টায়ারের সাদা রংকে আভিজাত্যের প্রতীক ভাবা হতো। ‘ক্লাসিক’ গাড়ির পরিচয় ছিল এ সাদা টায়ার। যা পরিষ্কার করার জন্যও নিতে হতো বিশেষ ব্যবস্থা।

গাড়ির টায়ারের রং কালো হয় মূলত ‘সুট’ এর কারণে। সুট হচ্ছে কার্বন জাতীয় জৈব, মিহি পদার্থ। এই সুট টায়ারের সঙ্গে মিশিয়ে নিলে টায়ারের স্থায়ীত্ব বৃদ্ধি পায়, টায়ার হঠাৎ গরম হয়ে যাওয়া প্রতিহত হয় এবং টায়ার টেকসই হয়।এটিই টায়ারের রং কালো করার অন্যতম কারণ।

জানা যায়, অন্যান্য পলিমারের সঙ্গে কার্বন যোগ করে টায়ারের উপরিভাগে প্রলেপের মতো দেওয়া হয়। চালক এবং প্রস্তুতকারকদের কাছে এই কালো রং অনেক বেশি কাঙ্ক্ষিত। কালো রং চাকার স্থায়িত্ব বৃদ্ধি করে আর চাকাকে আরো বেশি শক্তিশালী করে তোলে।

কার্বন টায়ারের জীবনীশক্তি বাড়ায়। বিশেষ করে চাকার ট্রেড আর বেল্টের জায়গাগুলো গরম হওয়া থেকে বাঁচায় এই কালো কার্বন। অতিবেগুনী রশ্মি লাইট এবং ওজন থেকে টায়ারকে রক্ষা করে।

এ ছাড়া কার্বন টায়ারের গুনগত মান ঠিক রাখে। কালো রঙের কার্বন শুধুমাত্র টায়ারের স্থায়িত্ব আর শক্তি বাড়ায় না, গাড়ির চালানোর সময়ও গাড়ির সুরক্ষাও নিশ্চিত করে। টায়ারের স্থায়িত্ব যতো বাড়বে ড্রাইভিং ততো নিরাপদ হবে। গাড়ির গতি বৃদ্ধি বা সমানভাবে ব্রেক করার জন্য মজবুত টায়ার জরুরী।

মনে রাখবেন, গাড়ির টায়ার মজবুত না হলে গাড়ির নিয়ন্ত্রণে সমস্যার সৃষ্টি হয়। আর এসব নানা কারনে কালো রঙের গাড়ির টায়ার খুব বেশি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত।

আসুন দেখে নেই গাড়ির টায়ার কালো হওয়ার আরো কিছু সুবিধা –

কালো টায়ার প্রতিনিয়ত ব্যবহারপযোগী। ময়লা বা জীর্ন হলেও বোঝা যায় না। দেখতে মলিন হলেও, সহজেই পরিষ্কার যোগ্য। গাড়ির টায়ার কালো হলে সেটি মজবুত ও অন্যান্য রঙের টায়ার থেকে বেশি শক্ত হয়। কালো টায়ারগুলোর আকার-আকৃতি ঠিক থাকে। রাস্তায় গাড়ি সমানভাবে চলতে সাহায্য করে। চাকার স্থায়িত্ব বা নিশ্চিন্ত গাড়ি চালনায় কালো টায়ারের জুড়ি নেই। সাসপেন্সন ঠিক রাখে। গরম ও অতিরিক্ত তাপমাত্রা থেকে চাকাকে রক্ষা করে। কম দামী এবং সহজপ্রাপ্য ও সার্বজনীন। গাড়ি চালানোর সময় আরামদায়ক অনুভূতি দেয়।

About reviewbd

Check Also

লতা-পাতা নয়, চা-সিগারেট খাচ্ছে ছাগল, ভাইরাল ভিডিও

প্রায় ৩০০ প্রজাতিরও বেশি ছাগল রয়েছে। এটা গৃহপালিত প্রাচীনতম প্রজাতির প্রাণীদের মধ্যে একটি, প্রত্নতাত্ত্বিক প্রমাণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *