পরকীয়ায় জড়িত নারীরা কোন প্রাণী বেশি পোষেন জানেন কী?

পরকীয়া নিয়ে কৌতূহলের শেষ নেই। সিনেমা, সাহিত্য, বাস্তব- সর্বত্রই পরকীয়া নিয়ে উত্তেজনা তুঙ্গে। নৈতিকতা নিয়ে বিতর্ক যতটা, ততটাই আকর্ষণ নিষিদ্ধ সম্পর্কের প্রতি। তবে পরকীয়া ভালো না খারাপ সেই বিতর্ককে না ঢুকে নজর দেওয়া যাক মজার একটি সমীক্ষায়।

একটি ডেটিং ওয়েবসাইটের সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, পরকীয়ায় জড়িত নারীদের মধ্যে বিড়াল পোষার প্রবণতা সর্বোচ্চ। আমেরিকার একটি জনপ্রিয় ডেটিং ওয়েবসাইট সম্প্রতি পরকীয়ায় জড়িত ১৪০০ নারীর মধ্যে এই সমীক্ষা চালায়। এই নারীদের বয়স, পেশা বা অন্য কোনো আর্থ-সামাজিক তথ্য গোপনই রাখা হয়েছে।

সমীক্ষায় জানতে চাওয়া হয়, যে নারীরা পরকীয়া করছেন তারা কোন প্রাণী পোষেন? সমীক্ষার ফল বলছে, পরকীয়াতে জড়িত নারীদের মধ্যে সবচেয়ে বেশি প্রবল বিড়াল পোষার প্রবণতা। সমীক্ষায় অংশ নেয়া নারীদের মধ্যে ২২ শতাংশ নারী বিড়াল পোষার কথা জানান। তবে শুধু বিড়াল নয়, বিড়াল ছাড়াও হরেক রকম প্রাণী পোষার আগ্রহ দেখা গিয়েছে অংশগ্রহণকারী নারীদের মধ্যে। দেখে নিন সেই তালিকা।

যেমন- বিড়াল: ২২ শতাংশ, মাছ: ১৯ শতাংশ, হ্যামস্টার: ১৭ শতাংশ, গিনি পিগ: ১৬ শতাংশ, টিকটিকি: ১৫ শতাংশ, কচ্ছপ: ১৪ শতাংশ, পাখি: ১৩ শতাংশ, কুকুর: ১২ শতাংশ, সাপ: ৫ শতাংশ, খরগোশ: ২ শতাংশ।

তবে এই ধরনের সমীক্ষার আদৌ কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। কাজেই একে বৈজ্ঞানিক গবেষণা না ভেবে নিছক হাস্যরসের উপাদান হিসেবে দেখাই বিচক্ষণতার পরিচয় হবে।

সূত্র: আনন্দবাজার

About reviewbd

Check Also

নারীদের এই ৩টি ভুলে সম্পর্কে ভাঙন ধরতে পারে

প্রেমের জোয়ারে ভাসার সময়ে মনে হয় যেন এই প্রেম চিরন্তন। পৃথিবী ওলটপালট হয়ে গেলেও প্রেমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *