অভিযুক্ত আনোয়ার হোসেন মিয়াজি জোড্ডা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান। শিক্ষক মিয়া মো. আল মামুন জয়াগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পর্কে চেয়ারম্যানের চাচা।
ভিডিওচিত্রে দেখা যায়, চেয়ারম্যানের বাড়ির ছাদে পঞ্চায়েত কমিটির সামনে ভীত অবস্থায় দাঁড়িয়ে আছেন ওই শিক্ষক ও তার ছেলে শিবলু। এসময় বক্তব্য দিচ্ছিলেন আম’রা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড নাঙ্গলকোট উপজে’লার সভাপতি, কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসার শিক্ষক ও ডেমু ট্রেনের গার্ড ওম’র ফারুক লিটন।
বক্তব্যে তিনি ওই শিক্ষককে হাতজোড় করে চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইতে বলেন। ক্ষমা চাইতে গেলে তেড়ে আসেন ওম’র ফারুক লিটন। এসময় শিক্ষক মামুন ও তার ছে’লের পিঠে কনুই দিয়ে আ;ঘাত করে চেয়ার;ম্যানের পায়ের নিচে ফেলেন তিনি। শিক্ষক অ;ঝোরে চেয়ার;ম্যানের পা ধরে কান্না করছেন। আর বলছেন, আমা’র ভু;ল হয়ে গেছে।
এ বিষয়ে জোড্ডা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজির মুঠোফোনে একাধিকবার কল কর;লে এবং মেসেজ দি;লেও তিনি সাড়া দেননি। স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক শও;কত ওসমান বলেন, ‘আমি খবর নিচ্ছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ;দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।’