কক্সবাজারের উখিয়ায় সন্তান জন্মের পর করোনাভাইরাসে আক্রান্ত এক মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ওই উপজেলার রত্নাপালং ইউনিয়নের খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত জারিন তাসনিম মুন্নী ওই এলাকার শাহাদাত হোসেন বিপুর স্ত্রী। শুক্রবার রাত দেড়টায় সিজারের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
পরিবারের লোকজন জানান, পাঁচদিন আগে জারিন তাসনিম মুন্নীর করোনা শনাক্ত হয়েছিল। বুধবার প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে স্থানান্তর করেন। অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যাওয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা মুন্নীকে ৮০ লিটারের বেশি অক্সিজেন সরবরাহ করা হয়। তবু তাকে বাঁচানো যায়নি।
কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডা. শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, সদ্যজাত শিশু সুস্থ আছে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ গুরুতর হওয়ায় অনেক চেষ্টার পরও মুন্নীকে বাঁচানো সম্ভব হয়নি। সন্তান জন্মের সাড়ে তিন ঘণ্টা পর তার মৃত্যু হয়।