লকডাউনে যাচ্ছেন জামাইবাড়ি, এক অটোতে ১৩ জন!

পাঁচ শিশু, ছয় নারীও দুই পুরুষ মিলে ১৩ জন যাত্রী। তাদের নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা করে মাহাসড়ক দিয়ে যাচ্ছিলেন জামাই বাড়ি। পথে বিরামপুর কলেজ বাজার বটতলী এলাকায় অটোরিকশাটির গতিরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। পরে জরিমানা না করে তাদের ৩টি অটোতে করে বাড়িতে ফেরত পাঠানো হয়।

আজ বুধবার (২৮জুলাই) দিনাজপুরের বিরামপুর উপজেলায় চলমান লকডাউন বাস্তবায়নে কলেজ বাজার অনসার বাহিনীর চেকপেস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এছাড়াও লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ছাড়া ঘোরাঘুরি, স্বাস্থ্যবিধি না মানার অপরাধে আটজনকে দুই হাজার ১০০ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও পরিমল কুমার সরকার।

এসময় বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তসহ পুলিশের একটি টিম ভ্রাম্যামাণ আদালতে সহায়তা করেন।

About reviewbd

Check Also

কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ আর নেই

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *