কা,শি না কমায় ডাক্তারের কাছে গিয়ে গলায় মিলল জোঁ,কের বাসা! – ২ মাস ধরে এক নাগাড়ে কাশি। কোনোমতেই সু,স্থ না হওয়ায় শরণাপন্ন হলেন চিকি’ৎসকের। এরপর কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর পর যে ভ’য়াবহতা ধ’রা পড়লো তা সত্যি চমকে ওঠার মতই। রিপোর্টে
দেখা গেলো তার শ’রীরের ভিতরে দুটি জ্যান্ত জোঁক বাসা বেঁধেছে। গত শুক্রবার ঘ’টনাটি ঘ’টেছে চীনে। অ’সু’স্থ ঐ ব্যক্তির নাম জিংওয়েন কাউন্টি (৬০)। ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে বিষয়টি জা’না গেছে। ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে চিকি’ৎসক
জা’নিয়েছেন ওই রো’গী এখন সুস্থ হয়ে উঠছেন প্র’তিবেদনে বলা হয়েছে বহুদিন ধরেই কাশি হচ্ছিলো জিংওয়েন কাউন্টির। কাশির স’ঙ্গে বেরিয়ে আসছিল র’ক্তও! কোনওভাবেই কাশি না কমায় শেষমেশ লংগিয়ানের উইপিং কাউন্টি হাসপাতালের চিকি’ৎসকের শরণাপন্ন হন
প্রাথমিক সিটি স্ক্যানে কোনও অস্বা’ভাবিক কিছুই দেখা যায় নি। পরে চিকি’ৎসকরা রো’গীর ব্রঙ্কোস্কোপি করেন। এই পরীক্ষায় তার দে’হের ভিতরে দুটি জ্যান্ত জোঁক দে’খতে পাওয়া যায় অ্যাপল ডেইলি নিউজ জানিয়েছে যে, একটি জোঁক মিলেছে তার ডানদিকের নাকে, অন্যটি
রো’গীর গ্লটিসের নীচে আ’ট’কে ছিল। ডা. রাও গুয়ানইয়াং রো’গীর লোকাল অ্যানেস্থেসিয়া করার পরে ট্যুইজার দিয়ে প্রায় ১০ সেন্টিমিটার লম্বা ওই জোঁকগুলি একে একে সরিয়ে ফে’লে ন চিকি’ৎসক জা’নান, ‘যখন তিনি জোঁকসমেত ওই জল খেয়ে ফেলে ন, সম্ভবত তখন জোঁকগুলি খুবই ছোট আ’কারের ছিল এবং খালি চোখে ধ’রা না পড়াই সেক্ষেত্রে স্বা’ভাবিক। গত এক দু’মাস ধরে এই ব্যক্তির গলা থেকে র’ক্ত শুঁষে খেয়ে বড় হয়েছে জোঁকগুলি।