রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিক থেকে মডার্নার ২৯ ডোজ টিকা এবং দুই হাজার ডোজের খালি বক্স উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ক্লিনিকের মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) রাতে ‘দরিদ্র পরিবার সেবা সংস্থা’ নামে ওই ক্লিনিক থেকে টিকাগুলো উদ্ধার করা হয়। এই টিকাগুলো উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণখান থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই ক্লিনিকের মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করে থানায় আনা হয়েছে।’
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দরিদ্র পরিবার সেবা সংস্থা নামের এই ক্লিনিক থেকে বিক্রি করা হতো এসব টিকা। গোপন সংবাদের ভিত্তিতে রাতে এই ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় মালিককে।
এসব ভ্যাকসিন কোথায় পেয়েছেন তা জানতে আটক বিজয় কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম।