সোশ্যাল মিডিয়ায় ‘মানিকে মাগে হিথে’ শিরোনামে একটি সিংহলি ভাষার গান ভাইরাল হয়েছে। এটি বাংলাদেশের পাশাপাশি ভারতেও ভাইরাল হয়েছে। গানটি গেয়েছেন শ্রীঙ্কার ইয়োহানি ডি সিলভা; তিনি দেশটির তরুণ শিল্পী, গীতিকার ও সংগীত প্রযোজক।
গানটিতে বুঁদ সংগীতপ্রেমীরা যে যখন যেমন পারছেন নিজের মতো করে গেয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন। সিংহলি ভাষা না বোঝার কারণে ভারত-বাংলাদেশিদের অনেকেই ভুলভাল উচ্চারণ করছেন। একেকজনের অদ্ভুত উচ্চারণে ‘মানিকে মাগে হিথে’ কখনো কখনো অদ্ভুত রূপ নিচ্ছে, যা নেটদুনিয়ায় হাসির খোরাকে পরিণত হচ্ছে।
এই গানটি বাংলাদেশের অনেকেই গেয়েছেন। তবে সবচেয়ে হাসির খোরাক জুগিয়েছে হিরো আলমের মানিকে মাগে হিথে গাওয়ার ধরন। ভুলভাল উচ্চারণ আর বেসুরো গায়কী নিয়ে রীতিমতো ট্রলের বন্যা বয়ে গেছে। তবে এই গান গাওয়ার দুদিনের মাথায় হিরো আলমকে হাসপাতালে দেখা গেল।
ফেসবুকে লাইভে এসে তিনি জানালেন, তাঁর অস্ত্রোপচার হবে। কিসের? জানালেন- পায়ের নিচে একটি ফোঁড়া হয়েছে। পূবাইলের কাছে একটি হাসপাতালে ভর্তি হয়ে ফেসবুক লাইভে বিষয়টি জানান। এরপরে হিরো আলম আরেকটি লাইভে জানান, অস্ত্রোপচারের পর তিনি এখন বিশ্রামে রয়েছেন।
হিরো আলম রবিবার কালের কণ্ঠকে জানালেন, ১০ দিন তাকে বিশ্রাম নিতে হবে। তিনি বলেন, ‘মানিকে মাগে হিতে গানটি গাওয়ার সময় টের পাই আমার পায়ের ব্যথা। এরপর দেখি সেটা ফুলে গেছে। পূবাইলে শুটিংয়ে গিয়ে কাজ করতে পারিনি। হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এখন বিশ্রামে রয়েছি। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় এসেছি।’
এদিকে হিরো আলমের এই গানটি নিয়ে ভারতেও বেশ ট্রল হচ্ছে। এমন একটি ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন কলকাতার অভিনেতা রুদ্রনীল ঘোষ। ভিডিওটি বানানো হয়েছে যে মনে হচ্ছে ইয়োহানি ডি সিলভা গানটি কিবোর্ডে বাজিয়ে ক্লাস নিচ্ছেন হিরো আলমের। তাকে সঠিক উচ্চারণ শেখাচ্ছেন। কিন্তু এ কী! হঠাৎই শব্দ ভুলে বাংলা গান গাইতে শুরু করলেন হিরো আলম। যা শুনে ইয়োহানি তার গানের ক্লাস বন্ধই করে দিলেন।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে রুদ্রনীল লিখেছেন, ‘মানিকে মাগে হিথে’ সংগীত প্রশিক্ষণ কেন্দ্র।