আর্কটিক ও অন্যান্য অঞ্চলে বরফের নিচে চাপা পড়া ভাইরাসের ঝুঁকি নিয়ে বরাবরই সতর্ক করে আসছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, ‘জম্বি’ নামে পরিচিত এক ভাইরাস প্রাণঘাতী রোগ ছড়াতে পারে, যে রোগ মোকাবেলা করতে এখনো প্রস্তুত নয় মানুষ। বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমায়িত বরফ গলতে থাকায় এই ঝুঁকি আরো বেড়েছে।
এই সংশ্লিষ্ট ঝুঁকি সম্পর্কে জানতে সাইবেরিয়ান অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করে কিছু জম্বি ভাইরাসকে পুনরুজ্জীবিত করেছেন একজন ফরাসি বিজ্ঞানী। এই ভাইরাসগুলো হাজার হাজার বছর ধরে হিমায়িত ছিল। এই ব্যাকটেরিয়া ও ভাইরাসগুলো মানবজাতির জন্য কত বড় হুমকি হতে পারে, তা নির্ধারণ করতে এগুলোকে পুনরুজ্জীবিত করেছেন গবেষকরা।
এই আবিষ্কারসংক্রান্ত একটি গবেষণা ‘ভাইরাসেস’ নামের সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সেখানে গবেষকরা বলেছেন, ‘সৌভাগ্যবশত আমরা আশা করতে পারি, এই প্রাগৈতিহাসিক সংক্রামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট মহামারি আধুনিক অ্যান্টিবায়োটিক দিয়ে নিয়ন্ত্রণ করা যেতে পারে।
প্রাচীন অপরিচিত ভাইরাসের পুনরুজ্জীবনের কারণে উদ্ভিদ, প্রাণী ও মানুষের মধ্যে রোগ দেখা দিলে পরিস্থিতি অনেক বিপর্যয়কর হতে পারে। কারণ বর্তমানে এর নির্দিষ্ট কোনো চিকিৎসা বা টিকা নেই। এই গবেষণায় ফরাসি গবেষক জ্যঁ মিশেল ও তাঁর সহযোগীরা বলছেন, তাঁরা হিমায়িত অঞ্চল থেকে বেশ কিছু প্রাচীন ভাইরাস আলাদা ও পুনরুজ্জীবিত করেছেন। সূত্র : এনডিটিভি