বিবর্ণ হয়ে গিয়েছে ঠোঁট, একটি সবজির রসেই ফিরবে রং

বিভিন্ন কারণে স্বাভাবিক জেল্লা হারাতে পারে ঠোঁট। সব সময়ে লিপস্টিক মেখে সেই জেল্লা ফিরিয়ে আনা যায় না। দরকার স্থায়ী সমাধান। ঠোঁটের জেল্লা ফেরাতে একটি সবজির রস কাজ করতে পারে ম্যাজিকের মতো। সেটা হলো বিট।

রক্তচাপের সমস্যা মোকাবিলা করা থেকে হার্ট ভালো রাখা, শরীর সুস্থ রাখতে বিটের রসের গুণের শেষ নেই। ঠোঁটের স্বাভাবিক আভা ফিরে পেতে রাতে ঘুমাতে যাওয়ার আগে বিট বেটে ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন। ঠোঁট উজ্জ্বলও হবে আবার কালচে দাগও দূর হবে। আর কী কী গুণ রয়েছে বিটের?

১। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে ও বলিরেখা ঠেকাতেও সাহায্য করে বিটের রস। তাই ত্বকে যদি বয়সের ছাপ পড়তে শুরু করে তবে নিয়মিত বিট বেটে রস করে ত্বকে লাগান। সারা মুখে বিটের রস লাগিয়ে অন্তত ১০ মিনিট রেখে ভালো করে মুখ ধুয়ে নিন। বিটের অ্যান্টিসেপটিক উপাদান ব্রণ সৃষ্টিকারী জীবাণুদের মেরে ফেলতে কাজে আসতে পারে। ফলে ব্রণর সমস্যা কমাতেও কাজে আসে এই রস।

২। চোখের নিচে কালচে দাগও দূর করতেও কাজে আসতে পারে বিটের রস। বিট ভিটামিন সি-তে ভরপুর। ভিটামিনই চোখের নিচের কালচে দাগ তুলতে দারুন কার্যকর। শীতের দিনে শুষ্ক হয়ে যায় ত্বক। আর্দ্রতা ফেরাতে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবেও কাজ করতে পারে বিটের রস। শুধু লাগানো নয়, নিয়মিত বিটের রস পান করলেও ত্বক ভালো হয়। শরীরে পানির ঘাটতিও দূর হয়।

৩। শুধু ত্বকই নয়, চুল ভালো রাখতেও কাজে আসে বিটের রস। এক দিন অন্তর বিটের রস মাথায় লাগালে চুল পড়ার সমস্যা কমতে পারে। নিয়মিত বিটের রস লাগলে চুলের জেল্লাও বাড়ে।

About reviewbd

Check Also

মেয়েদের এই ৮টি ভুলের কারনে হচ্ছে স্ত”ন ক্যা”ন্সা”র #প্রত্যেক মেয়েদের পড়া উচিৎ

বর্তমানে সারা বিশ্বের মহিলাদের কাছেই স্ত”ন ক্যা”ন্সা”র একটি আতঙ্কের নাম। আর এর প্রকোপ দিন দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *