নারীর কি স্ব”প্নদো”ষ হয়? চিকিৎসকরা যা বলছেন

শুধু পুরুষের নয় ৷ নারীদেরও হতে পারে স্ব”প্নদো”ষ। নারীদেরও রাতে ঘুম ভেঙে যায় ৷ অ”ন্তর্বাস, নিম্নাঙ্গের পোশাক তো বটেই ৷ অনেক সময় ভিজে যায় বিছানার চাদরও। কৈশোরেই এমন বিভ্রাট বেশি দেখা দেয়। দেখা দিতে পারে জীবনের পরবর্তী সময়েও ৷ অনেক সময় আদি র”সাত্মক স্বপ্নের জেরে পুরুষদের বী” র্য”পাত হলে তাকে স্ব”প্নদো”ষ বা ইংরেজিতে ‘w”et dr”eam’ বলা হয় ৷

বিশেষজ্ঞরা বলেন, নিজের নিয়ন্ত্রণের বাইরে অ”র্গ্যা”জম হয় স্ব”প্নদো”ষে। অনেকেরই ধারণা এটি কেবল পুরুষদেরই হয়, তবে তা একেবারেই ঠিক নয়। সারারাত যৌ”ন”তা নিয়ে অতিরিক্ত চিন্তা, প” র্নোগ্রা”ফি বা নীল ছবি বেশি দেখার মতো কারণও দায়ী এ ঘটনার ক্ষেত্রে ৷ সে”ক্সু” য়াল অ্যাক্টিভিটি দীর্ঘদিন না হলেও এ সমস্যা দেখা দেয় ৷ বিছানার সঙ্গে যৌ”না” ঙ্গের ঘ”র্ষ”ণের জেরেও এমনটা হতে পারে।

ঘন ঘন স্ব”প্নদো”ষ হলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

সূত্র: নিউজবাংলা ১৮

About reviewbd

Check Also

মেয়েদের এই ৮টি ভুলের কারনে হচ্ছে স্ত”ন ক্যা”ন্সা”র #প্রত্যেক মেয়েদের পড়া উচিৎ

বর্তমানে সারা বিশ্বের মহিলাদের কাছেই স্ত”ন ক্যা”ন্সা”র একটি আতঙ্কের নাম। আর এর প্রকোপ দিন দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *